দলের সবার আগেই গতকাল মাঠে ঢুকেছিলেন লিটন দাস। গিয়েছিলেন ম্যাচের উইকেট দেখতেও। এর আগপর্যন্ত চলা গুঞ্জন ছাপিয়ে তখন কৌতূহল—তাহলে কি লিটন খেলছেন? তবে দলের সঙ্গে ওয়ার্মআপে যোগ না দেওয়ায় গুঞ্জনই জোরালো হয়ে ওঠে। গত পরশু অনুশীলনের সময় পাঁজরে পাওয়া চোট শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয় লিটনকে। তিনি না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে।